কষ্ট গুলো জমা করে
রেখো বুকের ভিতর,
মনের মাঝে আস্থা রেখো
হইয়ো না যে নিথর।
পৃথিবীতে আমরা সবাই
শুধুই যে মুসাফির,
দিবানিশি মানুষ তবু
খুঁজে সুখের নীড়।
বিমল মনের নিটোল হাসি
চেপে রেখে বুকে,
কষ্টের কাছে ধার করো হায়
থাকবে বলে সুখে।
আল্লাহ আল্লাহ বোল ফুটাও
দুঃখ যাবে চলে,
ভালো থেকো নিরন্তর
যাই গো শুধু বলে।