বড়সড় এক ভূকম্পনে আন্দোলিত হৃদয়
যেমনটি হয় রহস্যময় গ্রহের বুকে।
শেষাশেষি ম্যাগেলানের ভূমিধস
আবিষ্কার যেনো সত্যি হলো আজ,
বুকের গভীরে এমন ভাঙন রোধে
নিরুপায় অসুস্থ পৃথিবীর কারুকাজ।
দু'জনার রসায়ন অজনাই রবে
সম্পর্কটা রিখটার স্কেলে
মাপিত নাই না হলো
তোমার স্পর্শই হোক থার্মোমিটার,
ঔষধ হোক ভালোবাসা
চাঁদবদনের মৃদুহাসির নীরব ঝংকার।
আমাদের ভালোবাসা আজ ঘর বন্দী
হয়তো দেখা হবে মহামারী শেষে,
যদি শুনো বেঁচে নেই শীতলতম পৃথিবীতে
জেনো তোমাতেই হবো বিলীন
মরণের পরে।