কিছু মানুষ যেনো মণিদীপ,
রত্নের আভায় আলোকিত করে
যুগযুগান্তরের প্রজন্মকে;
বাঁচার প্রেরণা যোগান নিশ্চিত করে।
প্রবল দাবদাহে অদৃশ্য ছায়া হয়ে রয়
জীবনের তলে, যাকে ভরসা করে
অথৈজলের ফেনিল সমুদ্রে ;একখণ্ড ভাসমান
বস্তুকে অবলম্বন করে জীবনে ফিরে আসা যায়।
চিৎকার করে আজ বলতে ইচ্ছে করে
জগতে কিছু মানুষ যেনো মণিদীপ হয়, তাদের
বাঁচার উৎস হিসেবে, যাদেরকে টেনে হিঁচড়ে
গর্তে ফেলে দেয় কিছু ধুরা সাপ।
বলতে দ্বিধা নেই যে " ভালোবাসি "
যুগযুগ ধরে এমনই করে ফিরে আসুক তারা-
জীবনান্দদাসের " ধানসিড়ির তীরে
এই বাংলায় হয়তো মানুষ নয়
হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে; "