মনের যত্ন নিতে হবে জেনে রাখি সবে
মনটা ভালো থাকলে তবে হাসিখুশি রবে
অসুখ হলে নেই মেডিসিন পথ্য থাকে সাথে
খুব সহজেই যায় কেটে রোগ সুস্থ হই যে তাতে।

দেহ মনটা নয় আলাদা একই সাথে বাস
যত্ন যদি না-ই করি সুখের হয় যে হ্রাস
হার্টটা ভালো রাখতে হলেও হাসতে হবে জেনো
অসুখ যদি বাসা বাঁধে অল্পেই মরবে মেনো।

মনের মানুষ ব্যতিক্রম নয় তারও যত্ন নিও
নইলে সেও যাবে ভুলে থাকবে না আর প্রিয়
আপন বলতে যারা আছে, ততো দিনই রবে;
পারবে দিতে যতোটা দিন তোমার কথাই কবে।

থাকতে সময় নাও বুঝে নাও সময় দিও নিজকে
হারাবে সব আনমনেতে থাকতে পারো রিস্কে
হাসিখুশি খুব জরুরি ভালো থাকতে হলে
ভালো যাতে  থাকো বন্ধু যাচ্ছি তাই তো বলে।