বাজতে বাজতে কাটবে যেদিন মোবাইল ফোনের রিং
শুনবো না আর যতোই বাজুক করুক না ক্রিং ক্রিং।
চশমা ঘড়ি পরে রবে, রবে সকল সৃষ্টি
কবর মাঝেই আসবে রেখে থাকুক রোদ বা বৃষ্টি
মা জননী কাঁদবে বসে কাঁদবে প্রাণের স্বামী
নীরব আঁধার ধরবে সেদিন ছাড়বো সবই আমি।
নাড়ি ছেঁড়া পরম আপন থাকবে মলিন মুখে
ব্যথার পাহাড় পড়বে ভেঙে সোনামণির বুকে।
সেই দিন আমি কইবো না আর ডাকবো না আর পিছু
একা একা শূন্য হাতে নেবো না তো কিছু।
মনেরেখো তোমারা আমায় ভুলিও না সবে
কে যে কখন যাবো চলে আসবে কার ডাক কবে।