মন ভরে যায় তার কথামালা কান পেতে শুনি তাই
এতো সুন্দর সাজানো গোছানো কথা কই পায় ভাবি
এমন কতোই রঙিন বাসনা ঘুমেরই রাজ্যে থাকে,
বালিশের নীচে ঠাসাঠাসি করে বসবাস করে সদা।
সেই প্রেমময় আপন গৃহটি খড় কোঠা দিয়ে তৈরি-
রাজাধিরাজের ছোট্ট প্রাসাদে বিভোর নিটোল প্রেম,
আমি উপভোগ করি দিবানিশি বাবুই পাখির ন্যায়
যেখানে থাকবে শুধু কোমলতা, সবকিছু তুমিময়।
খুব ভালোবাসি তোমার রোদেলা হাসি হাসি মুখ প্রিয়
যখন আমরা দুনিয়ার মায়া কাটিয়ে দুজন রবো
দূর সীমানায়,এই ভালোবাসা বুকে চেপে রাখি সখা
নিত্য বুক বাঁধি,সেই সময়ের আশায় নিরন্তর।