মন যে আমার কেঁদে মরে
করি যদি কোনো ভুল,
আমার দ্বারা হয় না যেনো
কারও ক্ষতি এক চুল।
ভুলে ভরা জীবন আমার
শুদ্ধ করি কী উপায়!
পথের নেশায় ঘুরলাম কতোই
পরে রইলাম কিনারায়।
ব্যথার পাহাড় বুকে নিয়ে
চলছি কোথায় কে জানে?
মিথ্যা তবু জড়ায় আমায়
মাঝি হয়ে ধার টানে।
আবার যদি আসি ফিরে
সুন্দর এই ভুবনে,
মানুষ হয়ে জন্ম নেবো
দুর্জনের গহীন বনে।
ইবরাহিম পুর,ঢাকা
২৯/৭/২০২০