মোবাইল হাতে থাকো যদি
দিনেরাতে পরে
পড়ালেখায় মনোযোগটা
হবে কেমন করে!

ভোর বেলাতে উঠে যাবে
মোরগ ডাকার আগে
পড়া শেষে মায়ের কাছে
আদর সোহাগ নেবে।