ভালোবাসি বৃক্ষরাজি! যা স্বার্থপর নয়,
ওরা বড়োই নিষ্পাপ, মানুষের মতো
ধূর্ত বাজিতা বুঝে না,পরোপকার করে
অহর্নিশ, নিসর্গ তবু পায় না রেহাই।
বসুন্ধরা দিনকেদিন বুঝে গেছে
যতো ছলাকলা আর ন্যাকামির
ভাষা।হও যতো ভালো ধরণীর পরে
ছড়াও দীপ্তি হেঁচকা টানে তিমির ঢালবেই।
তুমি তা জানো না!
দেখোনি সে দিনের দৃশ্যকল্প,
শুনোনি সেই কুৎসিত কথা
মৃত্তিকা যা নীরবে সয়ে যায়।
যদি মৃত্তিকা হতে চাও?
ফসলে ফসলে ভরবে চারিপাশ
হাসবে কৃষক -কৃষাণীর মন।
এটা কী কম পাওয়া?
মনস্তাপ জুড়িয়ে হেঁটেছি অনেকটা পথ
মেঘে মেঘে বেলা যে বয়ে যায়,
ডাকবে না নিশি ভোর, কালের স্রোতের
ঢেউয়ে ঢেউয়ে ফেনিল সমুদ্র
অবাক চেয়ে রবে।
সময় বয়ে যাবে নিরন্তর।