কে আছে গো মায়ের মতো অভাগা এ দুনিয়ায়
পরম স্নেহে কাছে টানে জড়ায় মধুর কী মায়ায়!
আদর করে সোহাগ দিয়ে দুঃখ মুছে নির্দ্বিধায়
এমন মধুর পরশখানি কে দেবে গো এই আমায়।।
লালন পালন যেমন তেমন যে আনলো গো এই ধরায়
শত লোকের ভিড়ে খুঁজি ভুলি বলো কী উপায়!
মনের ব্যথা যায় যে চলে দেখলে মায়ের হাসিখান
তাঁরই কাছে সন্তানেরা প্রাণের চেয়ে মূল্যবান।।