শিশু যখন মায়ের কোলে
থাকে অনেক খুশি
মায়ের মনে পুলক রাখে
গহীন বুকে পুষি।
ছেলে-মেয়ে থাকলে দুঃখে
মায়ের মনও কাঁদে
যতন করে নেয় যে বুকে
আশায় বুকটা বাঁধে।
বড় হয়ে গাছের মতো
ছড়ায় ডাল-পালা
অনেক দূরে যায় যে চলে
হয় যে বুকে জ্বালা।
দিনের শেষে ফিরে না আর
করে না কলরব
শূন্য লাগে সবই তখন
মিথ্যে মায়ার ভব।