মারলে কেনো খাবার দিয়ে? প্রশ্ন মনে জাগছে
বাবা মা হীন ছন্ন ছাড়া তাই তো সবার লাগছে।
দেশের সেরা পাঠশালাতে কি পড়ায় গো তোমগরে
মানুষ ক্যামনে মেরে ফেলে  রাখতে হয় ডোমঘরে।

মনের মাঝে দাগ লেগেছে হচ্ছে না ঘুম চোখে
যাচ্ছি কোথায় সভ্য সমাজ? ভাসছি এ কোন শোকে?
দেশ চালাবে কারা তবে? রক্ত মেখে গায়ে
নামটা খুনি মেধাবী বেশ শিকল পড়া পায়ে?

বাবা তোমার আঁকছে স্বপ্ন বুনছে গর্বের বীজ
ভাবছে ছেলে মানুষ হবে হৃদয় হবে রীচ!
মিছে আশা ভরসা করছে নিজের রক্তের কাছে
সেই ভাবনা সুস্থ ধারা তাদের মনে আছে?

শাস্তি হবে একদিন দেখিস বুঝবি সেদিন ঠেলা
এমন করেই খালি পেটে  কাটবে তোদের বেলা।
শান্তি এখন তোদের কাছে যেনো সোনার হরিণ
হাতটা রাখিস বুকের মাঝে প্রশ্ন রাখিস মনে
কোন অপরাধ এতিম ছেলের গেলো মৃত্যু বনে?

খাবার খেয়ে মরলো যেজন ছাড়লো ভূবন মায়া
করবে তাড়া প্রতিটিক্ষণ ঘুরবে তারই কায়া।
পারলে আবার চিন্তা করিস সত্যি কারের মানুষ  হ
হরনকরা ছেড়ে দিয়ে সত্য, সুন্দর কথা  ক।