মানুষের পৃথিবীতে এসে
করছে যে সব গ্রাস,
লুন্ঠন করছে হাজারো প্রাণ
সব যেনো খেলার ত্রাস।
চাই সুস্থ মর্ত্যলোকে
বিশুদ্ধ অক্সিজেনের,
নির্মল বাতাস শুষে নেক
বিষাক্ত ছোঁবল।
স্বজনহারা কান্নার হাহাকার
ভারী হয় কালো মেঘ,
আকাশ বাতাস ভারী হয়ে উঠে
নির্বাক পৃথিবী দেখো।