(কবিতাটি কবি মনিরুজ্জামানের" এসো কষ্ট পোড়াই "
কবিতায় মন্তব্য করতে গিয়ে লিখেছি।তাই কবিকেই উৎসর্গ করলাম।)
কষ্ট পোড়া গন্ধ কতোই সইবো দিবানিশি
ফরমালিনের বদৌলতে হচ্ছি বিষের শিশি,
সম্পর্কে আজ ধরছে আগুন পুড়ছে চারিপাশ
দিনকেদিন বুকের ভিতর দুখের আঁশপাশ।
কষ্টগুলো কাঁদে যখন ব্যথার চাপায় পড়ে
মানবতা কোথায় থাকে বিবেক যখন মরে,
পুড়ছি যতো বাড়ছে ততো নষ্ট আঁতের ক্ষত
অশ্রুসিক্ত মানব হৃদয় হচ্ছে বিক্ষত।
কলিকালের কলিগুলো ফোটছেনা আর ততো
খসে পড়ছে পাপড়িগুলো ঝরাপাতার মতো
ভালো থাকা এখন যেনো কালের জয়গান
কষ্টের চলা রুদ্ধ করি হোক তারই অবসান।