মান করেছি তোমার সাথে
বলবো না আর কথা
যতোই থাকো হৃদ মাঝারে
বুকে করে ব্যথা।
পণ করেছি তোমার সাথে
করবো না আর দেখা
আচ্ছা সাজা দেবো তোমায়
রাখবো ঘরে একা।
নিঠুর হলে বন্ধু তুমি
নাও না কোনো খোঁজ
সকাল বিকাল নিতাম খবর
আমি কিন্তু রোজ।
রাগ করেছি তাই তো আমি
প্রেম ভিখারি হবো না
হাত বাড়ালে বন্ধু হবো
মনের কথা কবো না।