আর হবে না তোমার সাথে
মান অভিমান খেলা
বানের জলে ভেসে গেছে
হৃদয় নামক ভেলা।।
হারিয়ে গেছে গুচ্ছ সময়
করে দারুণ হেলা
ধেঁয়ে আসছে জীবন নদী
দ্রুত ডুবছে বেলা।।
প্রেম যমুনায় ভিড়িয়েছিলাম
সোনার তরীখানি
সাতরঙাজল তারে নিয়ে
করে টানাটানি।।
ভরা নদীর বাঁকে বাঁকে
জল তরঙ্গের খেলা
ভুলের মাঝে ভুল যে ছিল
গিয়ে সখের মেলা।।