ইচ্ছে জাগে আমার মনে যাবো মামার বাড়ি
নতুন জামা পড়ে সবাই চড়বো রেলের গাড়ি,
মামার বাড়ি হরেক মজা মামির হাতের পিঠা
আদর করে যখন মামা লাগে বড় মিঠা।
দুষ্টমিতে গাল টিপে দেয় আমার দুষ্টু নানু
নানা ভাইও আদর করে ডাকে আমায় জানু।
কদিন পরেই বড় মামি মন করে বেজার,
আর কতো দিন থাকবো শুধায়? মুখটি করে ভার!
তখন ভাবি পেতাম যদি হাসিখুশি মামি
মেয়ের জামাই ডাকতো তবে হতাম মেয়ের স্বামী,
দেখতো তখন কেমন মজা করতো আদর ভারি
নাওয়া খাওয়া ভুলে গিয়ে চুলায় দিতো হাঁড়ি।