মা ছাড়া ঘর করে নড়বড়
বুঝে না তো সবে
বুঝবে যখন জাগবে তখন
স্মৃতি আঁকড়ে রবে।
ম-ম তারই বাঁধন কেটে
যখন চলে যায়
পৃথিবীটা শূন্য লাগে
একা হয়ে যায়।
এমন মায়া পাবে নাকো
দুনিয়ারই মাঝে
ভালোবাসো মাকে সবে
দেখাও সকল কাজে।
পায়ের নীচে পাবে জান্নাত
পাবে দোয়া ভাই
এতো দোয়া পাবে না আর
দুনিয়াতে নাই।
এসো বলি একই সাথে
সবাই এমন হবো
দুঃখ ব্যথা মুছে দিয়ে
মায়ের কথাই কবো।