মনের খোরাক জোগাতে
যুদ্ধ করি
ল্যাম্পপোস্টের ঘোলাটে সবুজ
হলুদ লালচে আলোর ঝলক
ভাসিয়ে নেয় মন।
কখনো শুকনো পাতার মর্মর ধ্বনিতে
কান পাতি
পাখিদের কোলাহল ফেনিল আকাশ
নীলাভ জলরাশি
পর্বত মালার নীরবতায় আনমনে
হয়ে যাই।
তার কথা ভাবি যে আমাকে ভাবায়
যে আমাকে কাঁদায় হাসায়
তরী হয়ে ভাসায় গভীর জল তরঙ্গে
ভেসে যাই নির্দ্বিধায়।
একলা আকাশ একলা জীবন
একলা চলার পথ
ল্যাম্পপোস্টের আলোয় পড়ে থাকে
তাকিয়ে দেখি -
গভীর রাতের কান্না বিষন্নতা
একাকীত্বের বেদনা বিদুর পাণ্ডুলিপি।
বিধবা নারীর ধবধবে সাদা
শাড়ির আঁচল
মেঘের ভেলায় ভেসে যাওয়া
সুখের দিনগুলো
অবাক পৃথিবীর দীর্ঘ নিশ্বাস
আর আমার না বলা কথা।