তারা বলে যায় কবিতা টবিতা লিখে কী হবে?
কোনো কাজে আসে? সময় নষ্ট ছাড়া আর কী!
কী বলি তাদের?
কবিতা সবিতা সন্তানসম পরমধন
মনে প্রাণে তারে পুষি অন্তরে করি যতন।
কবিতায় ঢালি হাজারো কষ্ট অগ্নি শিখা
প্রতিনিয়ত সাজাই হৃদয়ে সুখ সারথিরে
আজন্ম যতো প্রেমোপাখ্যান।
সহস্রাধিক গোছালো ভাবনা
অগোছালোতায় আলুথালু ভাবে
রাখি এলোমেলো কাব্যকথায়।
প্রেমিকের ছোঁয়া, কথোপকথন
আরো কতো কী!
কভু তারে ডাকি সুরেলা কণ্ঠে
কভু প্রতিবাদে, কভু রাগতস্বরে
কভু আনমনে কভু যে স্বপ্নে।
বুঝে না তা কেউ দুখের দলিল
শতো ক্ষত বুকে, ঝরে কবিতায়
দীর্ঘ নিঃশ্বাসে।