১৯/৩/২০২০
ইবরাহিমপুর,ঢাকা।
প্রিয় কবি,
ভালোবাসা নিও।আজই তোমার পত্র পেলাম।জানতে পারলাম যে,তোমার মনের অবস্থা ভালো নেই।কারো ভালো থাকার কথা নয়। সবাই মানসিক অস্থিরতায় আছে।আমিও তাই নিয়ে দুশ্চিন্তায় আছি।
পর সমাচার এই যে, ভয়ংকর করোনা আসার পর থেকে সবাই বাঁচার জন্য নানা আয়োজনে ব্যস্ত।কেউ কেউ খাবারও মজুদ করে রাখছেন। আমিও যে করছি না,তা নয়।দমে দমে আল্লাহকে স্মরণ করছি।তা ছাড়া তেমন কিছুই করার নেই,তবে আমরা শিখেছি পবিত্রতা ঈমানের অঙ্গ। সেই মোতাবেক অজু রেখে চলা, পাকসাফ থাকা, জীবাণুনাশকে হাত ধৌত করা, পরিষ্কার থাকাটা খুবই জরুরি।প্রতিদিন প্রচুর পরিমানে বিশুদ্ধ পানি পান করতে হবে।এও শুনেছি যে গলা ভেজা রাখতে হবে।খাদ্যনালী শুকিয়ে যাবার আগেই পানি খেতে হবে। গলায় ভাইরাস থাকা অবস্থায় বেশি বেশি পানি খেলে তা পাকস্থলীতে চলে যাবে।গলা ব্যথা, জ্বর, শ্বাসকষ্ট উপসর্গ থাকলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আক্রান্ত সন্দেহ ব্যাক্তি অন্তত ১৪ দিন আলাদা বসবাস করতে হবে।দেশের যখন এমন পরিস্থিতি এমন সময় তুমি ভালোলাগার মতো একটা বার্তা নিয়ে এলে।মনের অব্যক্ত ভালোবাসা প্রকাশ করলে।আকাশের ঠিকানায় পাঠালে ভালোবাসার উড়ো চিঠি। প্রমাণ করলে যে,বিপদেও ভালোবাসার মানুষটিকে কেউ ভুলে যায় না,মনে রাখে।আমি অভিভূত হলাম। তোমার ভালোবাসা অমর হোক।
আজ আর নয়। ভালো থেকো।সাবধানে থেকো প্রিয়।
ইতি তোমার...।