দয়া চাই গো হে দয়াময়
করি মোনাজাত
কঠিন ব্যাধি থেকে করো
বান্দাদের নাজাত।


শুনো হে রাহমান রাহিম  
বিচার দিনের স্বামী  
বিপদ আপদ দূর করে দাও
হে অন্তর্যামি।


পাপী তাপী, সকল মানুষ
তোমার ভয়ে মরে
মাফ করো পরোয়ারদেগার
যেও নাকো সরে।


চীনের উহান শহর থেকে
এলো যে 'করোনা'
কাঁপছে মানুষ থরো থরো
চায় তোমার করুণা।