জ্বর আর ঠান্ডায়
আইসক্রিম নয় আর
ভয় পায় ডান্ডায়
মুখখান করে ভার।
স্কুল বন্ধ
মোবাইল টিভি
চোখ হয় অন্ধ
বাইরে ডিবি
প্রশ্ন বার বার
এমনটা ক্যান?
করো ঘ্যান ঘ্যান
শুধু প্যান প্যান।
খাওয়া আর ঘুম
ঘরে বন্দী
করোনার ধুম
নেই তাই ফন্দি।
সবাই ভয় পায়
বাঁচার ধান্দায়
আর কী মন চায়?
কান্দে বান্দায়।
রাতে ঘুম নেই
উঠে দেয় লাফ
দুই গ্লাস পানি খায়
দেয় আবার ঝাপ।
অস্থির রুহান
এই ঘর ঐ ঘর
প্রাণটা ধরফর
দৌড়ায় দিন ভর।