কথা যেনো কথা নয় বুকে মারে তীর
মুখটা করে কালো, করে বিরবির।
চোখ দুটো গোল গোল দাঁত গুলো ফাঁকা
তিক্ত কথা কয় শুধু আঁকা-বাঁকা।
চলনে নাই তার কোনো নমনীয়তা
হয় না তাই সে কারো প্রিয়তা।
কেনো সে এতোটা কর্কশ ?
মানুষ রূপে যেনো খরগোশ!
কষ্টটা মনে দেয় পাওনাটা বুঝে নেয়
অন্যেরটা বুঝে না সমঝোতা খুঁজে না।
সরি সে বলে না তার সাথে চলে না,
এটাই তার চলন ভদ্রতার ফলন।