সত্য সুন্দর বিশেষ দিবস
নামটি তারই কন্যা
ফুলের মতো কতো শত
ছবিতে বয় বন্যা।
অভিনন্দন সকল কন্যা
থাকো আদরে
সারাবছর মিলুক আদর
নয় শুধু ভাদরে।
ধরার সেরা লক্ষ্মী মন্তর
বাড়ায় ঘরের আলো
যেমনি হও মেয়ে তুমি
সুন্দর কিংবা কালো।
যুগে যুগে কন্যা সকল
সম্মানিত হোক
কন্যা হলে মুখটা কালো
করে কতেক লোক।
নারী মাতা নারী কন্যা
নারী ঘরনি
নারীকে তাই সমাদরে
করো বরণি।