ঘরের ভাড়া চাইতে এলো কঞ্জুস বাড়িওয়ালা
ভাড়ার জন্য বাড়ির মালিক দিলো ঘরে তালা
অশ্রুজলে কাঁদে তারা কোথায় যাবো বলুন?
রাস্তায় যদি থাকি আমরা আপনিও তবে চলুন।
পথে পথে দেখুন মশাই মানুষের কী হাল!
রাজধানীতে চারটে বাড়ি ঘরে নেই তবু চাল?
এমন কথা শুনে আপনার লজ্জায় ঢাকি মুখ
আমরা তবে ভালো আছি দেখুন কতো সুখ।
একটা মেয়ে অটিজম আর ছেলে অনেক ছোট
রিকশা চালায় স্বামী আমার চারটে পেট নয় দু'টো।
দশটাকা সের চাল এনেছি লাগলে কিছু বলুন-
কয়েকটা দিন, না হয় আপনি, ধার-দেনাতেই চলুন।
সুদিন আবার আসবে ফিরে ধৈর্য ধরতে হবে
শোধবোধ হবে সবই শান্তিও ঘরে রবে।
কথা শুনে সিক্ত হলো কঞ্জুস বাড়িওয়ালা
মাফ করে দাও! ভুল করেছি।মিটুক পেটের জ্বালা।