তানকা
১.
কোন সে নামে
ডাকবো যে তোমায়
পাই না খোঁজে
গোপনে সে আমায়
মেঘ হয়ে কাঁদায়।

২.দূরের পথে
যেও নাকো কাঁদিয়ে
অশ্রুজলে
আনবো যে ভাসিয়ে
একটু যাও হাসিয়ে।