ভাবি সারা বেলা কখন ভিড়বে তরী
কোথায় থামবে সময়ের চাকা
মেঘের ছায়ায় আশ্রয় নেই,
বৃক্ষের তলে, মায়েরই কোলে
বাবা-র স্নেহে রোদের আলোয়
কোথাও আশ্রয় নেই।
বৃষ্টির অঝোর কান্নায় ভাসি
কোথাও বাঁচার তাগিদে লুকাতে চাই
গহীনতা রাখে দেয়ালে বন্দি করে,
অহর্নিশ কেঁদে ভাসাই বুকের জমিন।