এই তো সেদিন ছোট্ট ছিলো
কচি সোনা মুখ
মা- বাবারই পরাণ ছিলো
ভুলতো সকল দুখ।

গাও গেরামের মেটো পথে
চলতো হেলে দুলে,
ভোরের পাখির মধুর সুরে
সবই যেতো ভুলে।

প্রজাপতির রঙিন ডানায়
উড়তো সারাবেলা
ধীরে ধীরে কাটল সময়
বড়ো হলো মেলা।