ঘুমাতে পারি না
সে যখন আসে
অস্থির হয়ে যাই,
তাকে স্পর্শ করার জন্য!
গভীর ভাবনায় মত্ত হয়ে যাই
তাকে নিবিড়ভাবে বুঝার চেষ্টা করি
ব্যাবচ্ছেদ করি তার কঙ্কাল
পরিপূর্ণরূপ দেয়ার ঐকান্তিক প্রচেষ্টা
চালাই,
যতক্ষণ সে তার রূপ ধারণ না করে।
মনের মাধুরী দিয়ে সাজাই
তার আগাগোরা খুঁজে দেখি,
তার অপূর্ণতা কোথায়!
কেবলমাত্র তাকে ভালোবেসে
তাকে সুবিন্যাস করার জন্য
স্বাদ আনার জন্য
গভীরতায় মগ্ন হই।
ও আমার প্রেম
সাধনা
পরম শান্তির জায়গা
দুঃখ শোষণকারী
হাসির ফোয়ারা।
টুংটাং আওয়াজ পেলেই
অনুভূতি কে ছন্দে রূপ দেই,
আমার মনের খোরাকি।
খুব ভালোবাসি তাকে
ও আমার বিমল প্রেমের দহন,
ভালোবাসা
আর...
আর আমার তৃষ্ণা জুড়ানোর উর্বর
ভূমি ' কবিতা '
হ্যাঁ, সে আমার প্রেম
কবিতা আর কবিতা
এবং কবিতা।