কবিরা শব্দ নিয়ে খেলা করে যুগ যুগ ধরে
এভাবেই গড়ে প্রেমের পৃথিবী,
জগতের সুখ-দুখের প্রকাশ,সুরে সুরে গায়
পল্লী, লোকগীতি, লালন ফকিরের গান।
প্রেম দরিয়ায় হাবুডুবু খেলে, বাদ পড়ে না
রবি, নজরুলের রোমান্টিক,
বিরহী বা বিচ্ছেদ গান, এটাই জীবন-
যা স্থিতিশীল নয় সর্বদা ঘূর্ণায়মান।
প্রিয়জনের স্পর্শে ফিরে পায় সজীবতা
আড়মোড়া দেয় যৌবনের রঙিন স্বপ্ন
বিদায় নেয় অলস জীবন;গেয়ে
উঠে নবীনের জয়গান।