কিছু কষ্ট যায় না কভু পিছু লেগে থাকে,
ব্যথা গুলো ঘুরে বেড়ায় মনাকাশের বাঁকে।
তাই তো পুড়লো সতীর কপাল দিব্যি অবেলা,
সাদা শাড়ি উঠলো গায়ে বিধাতারই খেলা।
কোলে ছিলো ছোট্ট ছেলে বড়োই অভাগা,
মাকে গেলো পরের ঘরে তারে দেখে কেবা
নতুন ঘরে কাঁদে সতী ছেলে পাশের গায়ে
কোনো রকম গেলো বছর পড়শি মামার আয়ে।
এমনই করে বড় হলো এতিম ছোট্ট ছেলে
ইচ্ছে হলো মাকে দেখার চোখ জুড়াতো পেলে।
খবর পেয়ে তেড়ে এলো পাষাণ নতুন বাবা
গুঁমড়ে কাঁদে মা জননী পড়শিরা দেয় বাহবা।
দুটি প্রাণের দোষ কী ছিলো আল্লাহ শুধু জানে
এতো ব্যথা রাখবে কোথায়? প্রাণে কী আর মানে!