কী খবর কবি? আঁকি তোমার ছবি
চলছে কেমন দিন? সবকিছু কী রঙিন?
জেনে রেখো একটি কথা-
সত্য পথে থেকো আমায় পাশে ডেকো
নিয়মনীতি দেখে কিছু যেনো শেখো।
বিপদ দেখে ভয় করো না
শাসনেতে মান করো না,
অন্যের পথে আলো জ্বেলো
নইলে তোমার সবই গেলো।
বন্ধু তোমার নয়কো সবাই
সুযোগ পেলে করবে জবাই
হাসি মুখে রসের কথা,
বলো নাকো যথাতথা।
দেখে বুঝে নিও, ভালো কিছু দিও।
স্বপ্নের কথা বলো, সোজা পথে চলো।