কতোদিন দেখি না তোমায়,
দুচোখ মেলে;
হাজার ভিরের মাঝে খুঁজি
নেশা ধরা তীক্ষ্ণ চাহনি,
মায়াময় হাস্যোজ্জ্বল মুখ।

রঙিন শাড়ির আঁচল, কাঁচের চুড়ি
হীরা মতির দুল, এলো চুলে
ব্যস্ত শহরে, কখনো প্রখর রোদ
কখনো মুষলধারে বৃষ্টিতে
পায়ে পায়ে হেঁটে চলা
ভীষণ রকম অনুভব করি।    

আহ্লাদে আটখানা হয়ে তোমার  
গুন গুনে প্রেমের গানের সুর
খিলখিল হাসি, আলো আঁধারের খেলা
খুব মনে পড়ে।


প্রাণ খুলে ভালোবাসার কথা,
মননের কথা, বিরহের সুর
পুরানো দিনের স্মৃতিচারণ
এলেবেলে কথা কতোই
শোনাতে দীর্ঘ কষ্টের ঘন নিঃশ্বাসে...