কালের স্রোতে ক্ষয়ে যাওয়া সময়গুলো
আজ ভীষণ পিছুটানে! এ যেন প্রবল থেকে
প্রবলতর আকর্ষণ, যা কোনো গতি মানে না,
বরং সীমা লঙ্ঘন করে অহর্নিশ।

জীবন ক্যানভাস বড়ই বিচিত্র! পরস্পর বিপরীত
মুখী,আন্তঃক্রিয়া সম্পর্কের ন্যায় আচরণ করে।
মাঝে মাঝে ঐ দূরের আকাশ, তেপান্তরের মাঠ
সমুদ্রের ঢেউ,পাখির কলতান মিছে মনে হয়।

উন্মাদী মন সবকিছু ছাপিয়ে সম্পর্কের অভেদ্য
দেয়াল টপকিয়ে চলে যায় পরমাত্মার কাছে,
মনের অতি সন্নিকটে, শান্তি পাওয়ার লোভে,যা
পৃথিবীর কাছে বড়ই অশোভনীয়।


সমাজের ভ্রান্তিগুলো শুষে নিতে ইচ্ছে করে,
প্রাণের অতৃপ্ত আবেগী লিটমাসকে নিটোল প্রেমের
বর্ণীল আলোকছটায় রাঙাতে বড়ই সাধ জাগে;
যা জীবনের কাছে বড়ই বেমানান।