থেকো নাকো ঘোমরা মুখে
করো নাকো রাগ
অধম আমি অতি ছোট
দিও নাকো দাগ।
কেমন করে মান ভাঙাবো
ফুটবে তোমার হাসি
একটুখানি ভাব করে নাও
বলো ভালোবাসি।
চলতে ফিরতে হয় যদি গো
অজানাতে ভুল
ক্ষমা করো বন্ধু আমার
ধরলাম কানের দুল।
মন্দ নইকো মানুষ আমি
ভুল বুঝো না বলি
মিলেমিশে থাকবো না হয়
দিনটা যাবে চলি।