খালি হাতে এসেছিলাম
এই দুনিয়ার মাঝে,
মেঘে মেঘে বেলা গেলো
কাঁদছি বসে সাঁঝে।
ভালোবাসা দিয়ে তোমরা
মন ভরালে সবে,
ক্ষমা করো বন্ধু আমায়
ক'দিন রবো ভবে!
আপন ভেবে নিটোল প্রেমে
কাছে টেনে নিলে
বুকের যতো ভালোলাগা
পরাণ ভরে দিলে।
শোধ হলো না ঋণ যে আমার
বোঁঝা গেলো বেড়ে
পরাণ পাখি হঠাৎ করে
যাবে বুঝি ছেড়ে।
আমার যতো ভুলের ঢালা
ফুলের ভেবে নিও,
আপন গুণে সবাই বন্ধু
ক্ষমা করে দিও।