করি মোনাজাত হে প্রভু
ক্ষমা করে দাও
পবিত্র রাতের উছিলায়
মাফ করে দাও।
পথের ধূলায় ধূলিসাৎ আজ
দেখো কতো প্রাণ
পেটের জ্বালা নিবারণে
কাঁদছে অফুরান।
মা হারিয়ে কাঁদছে শিশু
বড়ই নিদারুণ
সন্তান আবার খুঁজছে মাকে,
পেয়ে খুশি দারুণ।
ভাষা হারা নির্বাক আজই
সকল বান্দাগণ
প্রভু ছাড়া নেই তো কিছু
তুমিই আপনজন।