খোকন সোনা রাগ করেছে
টিফিন নেয়নি আজ
একা একা স্কুলে যাবে
পড়লো মাথায় বাজ।
মেজাজ আরও খারাপ বেশি
বাবার কান্ড দেখে
মুখে তুলে খাবার দিলো
সবজি দিয়ে মেখে।
সবজি খায় না এমন বাচ্চা
এখন বড্ড বেশি
শরীর চর্চা করে না তাই
শক্ত হয় না পেশি।
স্বাস্থ্য ভালো রাখতে হবে
মানতে হবে নীতি়
দেশের দশের করবে সেবা
মানবে সকল রীতি।