এক ধাপ আগালে
আরেক ধাপ পিছাই
ধূলায় বাধিঁ ঘর
খড় তাতেই বিছাই।
প্রদীপ শিখা দেয়
আমি রোজ তাড়াই,
শূন্যে দেই লাফ
পলকেই হারাই।
করে যাই বায়না অর্থহীন
সুখগুলো তাই হয়ে যায় লীন
ভাবনারা পাহাড় গড়ে
আকাশের সমান
নিভৃতে কেঁদে সাগর জমান।
লিখে রাখি খোভ
সেলাইয়ের ফোঁড়ে
তেজ নিয়ে উঠি রোজ ভোরে
পেছন থাকে তাড়া করে,
ধুপধাপ মেরে যায় ঢিঁল
সুখের কড়া নেড়ে হাসে
সোনালীডানার চিল।
কেউ ডেকে যায়
ঢাকের তালে
সুখ কী এতো সোজা
আসবে ভালে!
আমি বলি- থাম
লোভের গঙ্গাপূজার প্রসাদ
এবার দে রে ঠিক বাদ।