খালাবাড়ির গায়
রুনা লায়লা
থামলো হঠাৎ ইঞ্জিন গাড়ি
খালাবাড়ির গায়
ভাবীসাবরা খুশি মনে
ফিরে ফিরে চায়।
খানিক থেমে দেখলাম নেমে
ছোট খালার মুখ
অশ্রুসিক্ত হয়ে গেলো
লাগলো বড়োই সুখ।
ফের ছুটেছি অন্ধকারে
জোনাই পোকার সাথে
ঝিঁঝি শব্দ হচ্ছে ভীষণ
ঘুটঘুটে এই রাতে।
উঁচু নিচু আঁকাবাকা
চলছি এঁকেবেঁকে
বসে আছে আত্মীয় স্বজন
মধুর পরশ মেখে।
অবশেষে থামলো গাড়ি
আমার মামার বাড়ি
মামিরা সব দৌড়ে এলো
পরে রঙিন শাড়ি।