কেউ বলে না আয় প্রিয়তি
বুকের মাঝে আগলে রাখি
তুই যে আমার শেষ নিয়তি।
তোরই মাঝে খুঁজবো পাহাড়
খুঁজবো নদী ভালোবাসার
এপার ওপার বাইবো নদী।
খোঁজ করে না কেমন আছি?
কেমন করে আমি বাঁচি
ব্যথার পাহাড় নিরবধি।
আদর করে কেউ ডাকে না
ঘরে আমার মন থাকে না
বাসলে ভালো হয় কি ক্ষতি!
কেউ বলে না আয় রে কাছে
ভালোবাসি ও প্রিয়তি!
তুই যে আমার জ্যোর্তিমতি।
আগুন জ্বেলে এই না বুকে
প্রিয় থাকে মহাসুখে
প্রেমের শেষে দিলো যতি।
আমার কাছে প্রেম যে আছে
হাত পেতে নে কর মিনতি
ভালোবাসি তোরে অতি।