কেউ অপেক্ষায় থাকে অনন্তকাল
কোমল মনের পবিত্র মসজিদে,
তার পূজোনীয় সত্তাকে পাবে বলে।
মানুষ মনের গহীন বনের গর্ভে
সযত্নে প্রতিষ্ঠা করে রাখে।
মনের চোখে দেখো কতো পবিত্র!
কালের স্রোতে ভেসে যাক পরাণখানি
ডাকবো না পিছু চাইবো না কিছু
কাঁদবো না আর হোক যা হবার।
যদি ফিরো ফের আলো হয়ে এ নয়নের
মনের কপাট খুলে নেবো এ হৃদয়ে,
আছো তুমি! থাকবেও তুমি,পরাণের তলে।