সময়ের চাকা হঠাৎ করেই থমকে দাঁড়ায়
নিশুতি রাতের বিরহ আমাকে আঁধারে কাঁদায়,
ভোরের হাওয়া দুপুরের রোদ রাতের আকাশ
এখন মনের ঘরের ভিতর করুণ বাতাস।
কাছের মানুষ -কষ্টের নদী, ব্যথার পাহাড়
আত্মজীবনী কারাগারে থাক,না মানুক হার,
জীবন যেখানে বন্দী পাখির ছোট্ট পৃথিবী
রাতের যৌবন তাই ভেবে যায় নিছক সবই!