সাহেব এসে বলল হেসে ব্যাগ গুছিয়ে নাও,
ঘুরতে যাবো তোমায় নিয়ে কোথায় যেতে চাও?
সাথে নিও কাবিননামা ভুল করো না যেনো
বিপদ যদি আসে তবে রুখতে হবে জেনো।
তাতেও কিন্তু ভয় থেকে যায় তখন হবে কী!
গোটা দশেক ফটোকপি করে তাই রাখি।
কাবিননামার মূল কপিটা লেমেনেটিং করে,
সিন্দুকেতে তালা দিয়ে রাখতে হবে ভরে।
নাম ঠিকানা শিখতে হবে তোতা পাখির মতো,
গরমিলে যে পড়তে হবে সমস্যায় যতো।
রিসোর্ট যাদের বাবার সম্পদ তাদের বলে কয়ে,
সঙ্গী নিয়ে ঘুরতে যাবো রইবো না আর ভয়ে।
নইলে কিন্তু জবাবদিহি, চাইতে পারে তারা
লজ্জা সরম নাই যে তাদের সাধু সাজে যারা।