প্রিয়ার বাড়ি আসবে যখন দেখবে হাতের বাঁয়ে
যৌবনা এক বকুল চারা দিচ্ছে শীতল ছায়ে
রোজই সেথায় পড়ে থাকে সতেজ বকুল ফুল
যতন করে তুলে আনি গড়ি প্রেমো দুল।
ভালোবাসা দিয়ে গাঁথি শ্যাম পিরিতের মালা
এই হৃদয়ে ভীষণ বাড়ে অন্তরেতে জ্বালা
ভুলে গেছে সে আমারে নেই বুঝি আর মনে
বড়ই পাষাণ বন্ধু আমার গেছে নিঠুর বনে।
নিটোল প্রেমের পরম যতন করতে প্রিয় শেখো
নইলে কিন্তু নেবো আড়ি তাই যে মনে রেখো
একটু সময় ধার করো হায় ব্যস্ততারই কাছে
তা না হলে ঘুরবে না আর রাধাকৃষ্ণের পাছে!