তেলে খুশি মামা পুষি যতো পারো মার তেল
তেল চায় ডেল ভাই যতো পাস ততো গেল।
চাল ডাল আলু বালু সব দাম চরমে-ই
তাপ নেই চাপ নেই মরি তবু গরমে-ই।
জান প্রাণ খান খান বলি না রে সরমে-ই
কালা চান ধলা চান যা পাবি নে কর্-মেই।
চোখ মুখ সবই খা মন্ডু খা রে চিবিয়ে
নিয়নের সব বাতি নে রে তুই নে নিভিয়ে।
চর খা রে ড্রেন খা রে নদী নালা খাল বিল
ত্রান খা রে শেয়ারেতে বিদ্যুৎ গ্যাস বিল।
ঘুম নেই গুম কর নেতাজির পায়ে ধর
জমে যাবি ঠান্ডায় ধরুক রে তোর ধড়।
খানবীর দানবীর সেখানেই কর ভিড়
কড়ি আছে তাই সে রে বড় পীর, বড় পীর!
যা করুক ছেড়ে দে রে মামা চাচা'র ভক্ত
একদিন বাছাধন খাবি লাল-চে রক্ত।