রুটি আর ভাজি
নাস্তায় বেশ
তাতে পেলে কেশ
সবই শেষ।
মজা হলে রান্না
হাসি রাশি রাশি
লবণটা বেশি
খকখক কাশি।
পরিপাটি সব
নেই কলরব
লাগলে খটকা
খায় না গপগপ।
নিজে ভালো হলে
সে ভালো হয়
বেশ ভালো তুমি
হেসে হেসে কয়।
ভরা পেট হলে
খুশি খুশি ভাব
তখনই যেনো
বাড়তি চাপ।
সারাদিন ধরে
খেটে ক্লান্ত দেহ
পৃথিবীটা জুড়ে
বুঝে না কেহ।
সংসার জীবন
এমনই হয়
গড়াতে গড়াতে
এভাবে পার হয়।
রান্নার মাঝে
কবিতা এলে
পুড়ে ছারখার
চোখ ভরে জলে।
এটা আমার দোষ না
যায় হয়ে এমন
কাজ রেখে কবিতা
লিখে যাই এখন।
এটা আমার দোষ না
করি শব্দের চাষ
বুকে জমে প্রেম
করে হাসফাস।