আবার বাজাও ডাকাতিয়া বাঁশি
মিহি সুরে সুরে,
যেতে নাহি দিও আমায় ওপারে
যাবো না গো দূরে।।
পাই না বুঝে কিসের মায়ায়
জড়ালে গহীনে
অন্তর পুড়ে কাষ্ঠের মতো
প্রেমের দহনে।
প্রেম পিরিতের করুণ সুরেই
সুখী যেই জন,
এই দুনিয়ায় সেই বয়ে চলে
বুঝে তার মন।