যন্ত্র মানব হঠাৎ করেই
থমকে গেছে
আগের মতোন চলছে না আর
বদলে গেছে।
প্রকৃতির এক লকডাউনের
নিষেধাজ্ঞা
শতো বাঁধাধরা নিয়ম কানুন
নতুন কতো আজ্ঞা।
কতো শতো কাজে সকাল দুপুর
রাতে কিংবা প্রাতে,
ঘুমের ঘোরেও কাজের মাঝেই
যুদ্ধ হতো তাতে।
দিনের পরেই দিন চলে যায়
অলস সময় কাটে
বন্দী ঘরেই সন্ধি করছে
যায় না মাঠে ঘাটে।